শুভ জন্মদিন প্রিয়
সোহেল খান দূর্জয়
————
প্রভাতের আলোক মালা
দিগন্তরেখা করে উজালা
নতুন আশার বাণী নিয়ে
শুরু হলো নতুন দিন আজ
আমার প্রিয় বন্ধুর জন্মদিন।
সুখে থাকো বন্ধু তুমি পাশে আছি
এই আমি তোমার জন্য রইল শুভ
কামনা আগামী দিনের পথচলায়
আমি তোমার সাথে আছি থাকবো।
তুমি সংগ্রামী তুমি সাহসী তুমি বীর
তুমি ছাত্রলীগের অহংকার তুমি
আমাদের গর্ব তুমি আমার লেখা
ছাত্রলীগকে নিয়ে কবিতার প্রথম পর্ব
এগিয়ে যাও প্রিয় বন্ধু পাশে আছি
তুমি নেত্রকোনা জেলা ছাত্রলীগের
যুগ্ম সাধারণ সম্পাদক গর্বের পথিক।
শুভ হোক আগামী তোমার
এই প্রার্থনা হৃদয়ে আমার শুভ
হোক জীবনের প্রতিটি ভোর
খুলে যাক সকল সাফল্যের দোর।
আজ তোমার এই শুভ দিনে
কাটবে প্রহর পাখির গানে
হৃদয়ে আজ সুখের উল্লাস
আজ বসন্ত মাখা দিন আমার
প্রিয় বন্ধুর শুভ জন্মদিন।
Leave a Reply