সোহেল খান দূর্জয়, নেত্রকোনাঃ
১৬ মার্চ, ২০২৩ নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলা মডেল মসজিদ ও ইসলামি সংস্কৃতিক কেন্দ্র নির্মাণ কাজ সম্পন্ন হয়ে হস্তান্তর করা হয়েছে। বারহাট্টা উপজেলা কোর্ট বিল্ডিং এলাকায় দৃষ্টিনন্দন আধুনিক এ স্থাপনার নির্মিত হয়েছে। মডেল মসজিদ ও ইসলামি সংস্কৃতিক কেন্দ্র ওই এলাকার দৃশ্যপট বদলে দিয়েছে। এখানে নামাজ আদায় ও ধর্মচর্চা করতে অধীর আগ্রহে দীর্ঘ দিন অপেক্ষা করেছেন বারহাট্টা উপজেলার ধর্মপ্রাণ মুসল্লিরা।
এ মজিসদে নারী ও পুরুষদের পৃথক ওজু ও নামাজ আদায়ের সুবিধা রয়েছে। এখানে লাইব্রেরি, গবেষণা ও দীনি দাওয়াত কার্যক্রম, পবিত্র কুরআন হেফজ, শিশু শিক্ষা, অতিথিশালা, বিদেশী পর্যটকদের আবাসন, মৃতদেহ গোসলের ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া হজ্জযাত্রীদের নিবন্ধন ও প্রশিক্ষণ, ইমামদের প্রশিক্ষণ ইত্যাদি ব্যবস্থা থাকছে আধুনিক এ ইসলামি স্থাপনায় । ইমাম-মুয়াজ্জিনের আবাসনসহ সাংস্কৃতিক কেন্দ্রে কর্মকর্তা-কর্মচারীদের জন্য অফিস রয়েছে এখানে।
নেত্রকোনা ইসলামিক ফাউন্ডেশন সূত্রে জানা গেছে, বাংলাদেশে মডেল মসজিদ ও ইসলামি সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ প্রকল্প বাংলাদেশ সরকারের ধর্ম মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের তত্ত্বাবধানে পরিচালিত ইসলাম ধর্মীয় ইবাদত ও শিক্ষার অনুশীলনের আধুনিক ধর্মীয় প্রতিষ্ঠান নির্মাণের একটি প্রকল্প। এ প্রকল্পের আওতায় বারহাট্টা উপজেলার আধুনিক, চিত্তাকর্ষক নিদর্শন ও উন্নত সুযোগ-সুবিধা সম্বলিত মসজিদ ও ইসলামী সংস্কৃতি কেন্দ্র নির্মাণ করা হয়েছে। নেত্রকোনা গণপূর্ত অধিদপ্তর মসজিদটির নির্মাণ কাজ বাস্তবায়ন করেছে।
জেলা ইসলামিক ফাউন্ডেশন সূত্রে আরও জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ২০১৪ সালের নির্বাচনী ইশতেহারে প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে মোট ৫৬০টি উন্নত মসজিদ নির্মাণের প্রতিশ্রুতি প্রদান করেন। সেই আলোকে বারহাট্টা উপজেলায় ৩ তলা বিশিষ্ট মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মিত হয়েছে।
বারহাট্টা উপজেলায় ১ হাজার ৬৮০ দশমিক ১৪ বর্গমিটার আয়তনের ‘বি’ ক্যাটারির মসজিদ। এ মডেল মসজিদে একসঙ্গে ৯০০ মুসল্লির নামাজ আদায় করতে পারবেন।
বারহাট্টা উপজেলা আওয়ামী লীগ সভাপতি খায়রুল কবির খোকন মডেল মসজিদ নির্মাণের উদ্দেশ্য ও লক্ষ্য বর্ণনা করে বলেন,ইসলামিক ফাউন্ডেশন অ্যাক্ট, ১৯৭৫-এর বাস্তবায়ন এবং দেশব্যাপী শক্তিশালী ইসলামি প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তোলা। সারাদেশে ইসলামি ভ্রাতৃত্ব ও প্রকৃত মূল্যবোধের প্রচার ও দীক্ষাদান চালু করা। সন্ত্রাস ও নারীর প্রতি সহিংসতা রোধ করা। সরকারের উন্নয়ন কার্যক্রম বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি করা। পুরুষ-নারী মুসল্লিদের জন্য নামাজ, ধর্মীয় শিক্ষা, প্রশিক্ষণ ও দীনি দাওয়াতি কার্যক্রম পরিচালনার জন্য ভৌত সুবিধাদি সৃষ্টি করা। ইসলামিক জ্ঞান ও সংস্কৃতি সম্প্রসারণের মাধ্যমে ইসলামি মূল্যবোধের পরিচর্যা ও প্রসার করা এবং সততা ও ন্যায়বিচারের প্রতি মানুষের আনুগত্য সমর্থন সৃষ্টি করাই প্রকল্পের মূখ্য উদ্দেশ্য।
নেত্রকোনা জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এডভোকেট শামসুর রহমান লিটন বলেন, মডেল মসজিদ ও ইসলামী সংস্কৃতি কেন্দ্র আমাদের বারহাট্টা উপজেলার কোর্ট বিল্ডিং এলাকার সৌন্দর্যকে আরো বাড়িয়ে দিয়েছে। দৃষ্টিনন্দন এ স্থাপনা আমাদের কাছে খুব ভালো লাগছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ মসজিদটি আমাদের বারহাট্টা উপজেলার কোর্ট বিল্ডিং এলাকায় করে দিয়েছেন। এজন্য তাকে আমি ধন্যবাদ জানাই। এখানে নামাজ আদায় করার জন্য আমরা গভীর আগ্রহে অপেক্ষা করেছি দীর্ঘ দিন। এটি উদ্বোধন হওয়ার সাথে সাথে আমরা এখানে নামাজ আদায় করেছি।
নেত্রকোনা জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট আমিরুল ইসলাম বলেন, এ মসজিদটি আমাদের বারহাট্টা এলাকার অভিজাত স্থাপনা হিসেবে আত্মপ্রকাশ করেছে। এখানে প্রতিদিন মানুষ আসছেন। তারা এ মসজিদের সৌন্দর্য দেখে মুগ্ধ হচ্ছেন। আমার কাছে মসজিদটি প্রিয় স্থানে পরিণত হয়েছে। এখানে প্রতিদিন শতশত মুসল্লি নামাজ আদায় করবেন। মুসল্লিদের ধর্ম চর্চায় মসজিদটি মুখরিত হয়ে থাকবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের এলাকায় এমন সুন্দর মসজিদ উপহার দেওয়ার জন্য আমি তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
বারহাট্টা উপজেলা পরিষদ চেয়ারম্যান মুহাম্মদ মাইনুল হক কাসেম বলেন, আমি সমজিদে নামাজ আদায় করার পর প্রধামন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া মোনাজাত করি, আল্লাহ যেন আমাদের প্রাণপ্রিয় নেত্রী দেশরত্ন শেখ হাসিনাকে সবসময় সুস্থ রাখেন।
বারহাট্টা উপজেলা নির্বাহী অফিসার এসএম মাজহারুল ইসলাম বলেন, আমরা সুন্দর ভাবে মডেল মসজিদের কাজ সম্পন্ন করেছি, এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই মডেল মসজিদের শুভ উদ্বোধন করেন (১৬ মার্চ) বৃহস্পতিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে। এই মডেল মসজিদটি বারহাট্টায় ইতিহাস হয়ে থাকবে।
নেত্রকোনা জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক শফিকুর রহমান সরকার বলেন, আধুনিক নির্মাণ শৈলী দিয়ে নির্মিত হয়েছে বারহাট্টা উপজেলা মডেল মসজিদ, এখানে একসঙ্গে প্রায় ৯০০ মুসল্লী নামাজ আদায় করতে পারবেন, এবং এই মডেল মসজিদ নির্মাণের ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূমিকা অপূরণীয়।
নেত্রকোনা গণপুর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ হাসিনূর রহমান বলেন, প্রায় ১৪ কোটি টাকা ব্যয়ে বারহাট্টা উপজেলা মডেল মসজিদ নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। গত বৃহস্পতিবার (১৬ মার্চ) প্রধানমন্ত্রী শেখ হাসিনা আধুনিক ইসলামী স্থাপত্য শিল্পের আদলে নির্মিত এ মসজিদের শুভ উদ্বোধন করেন, এই দিন জেলার কেন্দুয়া ও মদন উপজেলায় আরো দুটি মডেল মসজিদের উদ্বোধন হয়। এছাড়া জেলায় আরো ৭টি মডেল মসজিদ নির্মাণের কাজ দ্রুত এগিয়ে চলছে বলে জানান ওই কর্মকর্তা। তিনি আরো বলেন, নেত্রকোনা জেলা মডেল মসজিদের জায়গা এখনো পর্যন্ত নির্ধারণ করা হয়নি বলে জেলা মডেল মসজিদের কাজ এখনো পর্যন্ত শুরু করতে পারিনি। তবে আশা করছি খুব দ্রুত সময়ের ভিতরে জেলা মডেল মসজিদের জায়গা নির্ধারণ করা হবে। এই জেলায় মোট ১১টি মডেল মসজিদ নির্মাণ করা হবে।
Leave a Reply