পূর্বধলা প্রতিবেদকঃ
গত শুক্রবার (১৭মার্চ) দুপুরে নেত্রকোনা জেলা সদরের সাতপাই এলাকা থেকে নারায়ন চন্দ্র ডলু (২৮) নামে এজহার ভুক্ত একজন কে গ্রেপ্তার করেছে পুলিশ গ্রেপ্তারকৃত নারায়ণ চন্দ্র ডলু উপজেলার আগিয়া ইউনিয়নের বুধি গ্রামের দয়াল চন্দ্র দে ‘র ছেলে।
জানাযায়, গত মঙ্গলবার (১৪মার্চ) বিকালে পূর্বধলা খাদ্যগুদাম রোডের মোড়ে যুবলীগ নেতা কামরুজ্জামান উজ্জ্বল ও ফেরদৌস আলমকে অভিযুক্তরা কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে।
ঘটনায় আহত কামরুজ্জামান উজ্জ্বলের ভাই কামাল হোসেন বাদী হয়ে গত ১৬মার্চ পূর্বধলা উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক মাসুদ আলম টিপুকে প্রধান আসামী করে ১১জনের নামসহ ও অজ্ঞাতনামা ১০/১২ জনকে আসামী করে পূর্বধলা থানায় একটি মামলা দায়ের করেন।
পূর্বধলা থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, মামলা দায়েরের পর তথ্য প্রযুক্তির সহায়তায় এজাহারভূক্ত ৮নং আসামী ডলুকে নেত্রকোনা জেলা সদরের সাতপাই এলাকা থেকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে। অভিযুক্ত অন্য আসামীদের গ্রেপ্তার তৎপরতা অব্যাহত আছে।
Leave a Reply