মন ভালো নেই
তানজিলা আক্তার রুবি
—————
মন ভালো নেই আমার
দুঃখগুলো ও আজ মূখ ফিরিয়ে নিয়েছে,
দুঃখ না লাগার কারণ ও জানা নেই
আমার মন ভালো নেই।।
মন খারাপ হওয়ার কারণ গুলো আজ অচেনা
তাই নিজেও জানি না –
কেন মন ভালো নেই।।
সূখী হওয়া নিজের মতো ভালো থাকা হলো না
তাই মন ভালো রাখা ও গেল না।।
মনের ঘরে বসবাস করা দুঃখ –
অভিমান করে বে-রঙ্গিন।।
কোন জগতে আছি জানা নেই
তাই আমার মন ভালো নেই।।
Leave a Reply