প্রিয় মুজিব ভাই
……… সোহেল খান দূর্জয়…
হে প্রিয় মুজিব ভাই তোমায় জানাই
হাজার সালাম আমি ক্যালেন্ডারের
পাতা গুনে গুনে দেখলাম, তুমি প্রিয়
মুজিব ভাইয়ের ১৭ মার্চ ১০৩ তম শুভ
জন্মদিন আজকে তোমায় আমি বলতে
চাই তুমি না থাকলে বাঙালি পেতো না
বাংলার ইতিহাস বাংলার স্বাধীনতা
হে প্রিয় মুজিব ভাই তুমি মানেই
বাঙালির প্রতিবাদ তুমি মানেই স্বপ্ন
হে প্রিয় বাঙালি জাতির প্রাণ প্রিয়
আমাদের হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি
আমাদের দেশের প্রাণ প্রিয় মুজিব।
হে বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান প্রিয়
মুজিব ভাই তুমি মানেই বাঙালির সূর্য
তুমি মানেই বাঙালির প্রতিবাদ স্বর্ণ
হে প্রিয় মুজিব ভাই তুমি বাঙ্গালীর
অহংকার তুমি বাঙ্গালীর গর্ব প্রেম
তুমি মানেই বাঙালি জাতির সূর্যদয়
তুমি মানেই সবুজের বুকে লাল সূর্য
হে প্রিয় মুজিব ভাই তুমি বাঙ্গালীর
পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ
হে প্রিয় মুজিব তোমার জন্ম না হলে
জন্ম হতো না একটি স্বাধীন দেশের
তোমার জন্ম না হলে বাঙালির সূর্য
কোনো দিনেই উদয় হতো না পূর্বে
হে প্রিয় মুজিব ভাই তুমি বাঙ্গালীর
চেতনা তুমি বাঙ্গালীর গর্ব প্রেম
ভালোবাসা তুমি আমাদের বুকের
তাজা রক্ত ঢেলে দিলাম তোমার নামে।
হে প্রিয় মুজিব ভাই তাইতো তোমার
জন্ম দিনে জানাই হাজার সালাম।
Leave a Reply