নিজস্ব প্রতিবেদকঃ
বাংলাদেশ প্রেসক্লাব, নেত্রকোণা জেলা শাখার উদ্যোগে শুক্রবার যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।
সকাল ৯ টায় কালেক্টরেট প্রাঙ্গণে চেতনার বাতিঘর চত্ত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে বিনম্র শ্রদ্ধান্জলি অর্পণ করেন বাংলাদেশ প্রেস ক্লাব, নেত্রকোণা জেলা শাখার সাংবাদিকবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রেস ক্লাব নেত্রকোণা জেলা শাখার উপদেষ্টামন্ডলীর সদস্য যথাক্রমে সিনিয়র সাংবাদিক অরবিন্দ ধর, সাংবাদিক তপন বিশ্বাস, এডভোকেট জহিরুল ইসলাম রানা।
এছাড়া আরো উপস্থিত ছিলেন সংগঠনের জেলা শাখার সভাপতি শামীম তালুকদার, সাধারণ সম্পাদক মহিউদ্দিন তালুকদার, সাংগঠনিক সম্পাদক তানজিলা আক্তার রুবি, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সামাদ, সংস্কৃতি বিষয়ক সম্পাদক বাবু শংকর সরকার, সাংবাদিক আশিকুর রহমান প্রমুখ।
Leave a Reply