নিজস্ব প্রতিবেদকঃ
নেত্রকোণা জেলার সদর উপজেলা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রামের (এসইডিপি) অন্তর্ভুক্ত স্ট্রেংদেনিং রিডিং হ্যাবিট অ্যান্ড রিডিং স্কিলস অ্যামাং সেকেন্ডারি স্টুডেন্টস স্কিম-এর আওতায় সদর উপজেলার ৬৫ টি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক ১৩০ জনের অংশ গ্রহণে পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
১৬ মার্চ বৃহস্পতিবার পবিত্র ধর্মগ্রন্থসমূহের পাঠের মাধ্যমে সকাল ১০.০০টায় ‘উদ্বুদ্ধকরণ কর্মশালা’র
সভাপতিত্ব করেন নেত্রকোনা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মাহমুদা আক্তার।এর রির্সোস পার্সন হিসেবে ছিলেন বিশ্ব সাহিত্য কেন্দ্র পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচী টিম ম্যানেজার মোঃ তরিকুল ইসলাম। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার জহুরুল ইসলাম এর উপস্থাপনা করেন।
এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদর উপজেলার পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মানিক।
বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর স্ট্রেংদেনিং রিডিং হ্যাবিট অ্যান্ড রিডিং স্কিলস অ্যামাং সেকেন্ডারি স্টুডেন্টস স্কিম (এসইডিপি) সহকারী পরিচালক মোঃ সাদেক আহমেদ খান,প্রোগ্রাম কো-অর্ডিনেশন ইউনিট এর হিসাব রক্ষক কর্মকর্তা মন্সী মুহ:আব্দুল মান্নান, নেত্রকোনা জেলা শিক্ষা অফিসার আব্দুল গফর,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আইনূল ইসলাম,উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুল আওয়াল।
পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি – ২০২৩ সালে কর্মসূচি বাস্তবায়নের কর্মপরিকল্পনা সভায় রেজিষ্ট্রেশনসহ সকলকে একটি করে পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির নোট বই, কলম, অনুষ্ঠান সূচি, ২০২৩ সালের কার্যক্রমের কর্মপরিকল্পনা ও পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মুদ্রিত কপি প্রদান করা হয়।
এছাড়াও অনুষ্ঠানের সভাপতির সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মাহমুদা আক্তার, উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে উপস্থিত প্রতিষ্ঠান প্রধান ও সহকারী শিক্ষকদের উদ্দেশ্যে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি কোন ভাবেই অবহেলা না করে গুরুত্ব দিয়ে পরিচালনা করে ৩০০ উপজেলার মধ্যে নেত্রকোণা সদর উপজেলাকে সেরা অবস্থানে রাখার জন্য সেভাবে কাজ করার আহবান জানান। সেই সাথে পাঠ্যবইয়ের পাশাপাশি পাঠ্যবই বহি:র্ভূত বই পড়ার গুরুত্ব তুলে ধরেন। তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানান বিশ্বসাহিত্য কেন্দ্রকে সাথে নিয়ে পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি’র মত এমন মহৎ উদ্দোগ গ্রহণ করার জন্য । সভাপতি কর্মশালায় গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখার জন্য সকল অংশগ্রহণকারীকে আহবান জানান এবং কর্মশালা আয়োজনের জন্য বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিনিধিদের ধন্যবাদ জানান। কর্মশালায় অংশগ্রহণের জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে সভাপতি কর্মশালা সমাপ্ত করেন।
Leave a Reply