মোঃ নাসির আহমেদ, আটপাড়াঃ
নেত্রকোনা জেলার আটপাড়া শাখার বাংলাদেশ কৃষি ব্যাংকের ম্যানেজারের বদলি জনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।
রবিবার ( ৫ মার্চ) বিকেলে ব্যাংক কার্যালয়ে এ বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত বিদায় ব্যবস্থাপক পীযূষ দেবনাথ সহ ব্যাংকের সকল কর্মকর্তা ও কর্মচারীর বক্তব্য রাখেন।
বক্তাগণ বলেন, বিদায়ী অতিথি তার আমলে শাখায় ও ব্যবসায়িক সাফল্য অর্জনে সক্ষম হয়েছেন। তার সাফল্যের বর্ণনা তুলে ধরে বক্তাগণ বিদায় ম্যানেজারের প্রশংসা করেন।
বিদায়ী অতিথি পীযূষ দেবনাথ বিদায়ী বক্তব্যে বলেন, আমি আমার দায়িত্ব কর্তব্যবোধকে পুজি করে ব্যাংকের জন্য কাজ করে এসেছি। শাখার অগ্রগতির ধারাকে চলমান রাখতে সকলকে অতীতের মত কাধে কাঁধ মিলিয়ে কাজ করার আহবান জানিয়ে তিনি বলেন, তার বাকী কর্মজীবন সুষ্ঠুভাবে শেষ করতে পারি সে জন্য ও শারীরিক সুস্বাস্থ্যে জন্য আপনারা দোয়া করবেন। পরবর্তী কর্মস্থলে একই ভাবে দায়িত্ব পালনের জন্য তিনি সকলের শুভ কামনা প্রার্থনা করেন।
Leave a Reply