হাবিবুর রহমান,মদনঃ
নেত্রকোনার মদন উপজেলার ফতেপুর ইউনিয়নের গুচ্ছগ্রামের হতদরিদ্র পরিবারের এক শিশু প্রতিবন্ধী মেয়ে তমা আক্তার ( ১০) একটি প্রতিবন্ধী কার্ড করে দেওয়ার জন্য তার পিতা মাতা বিভিন্ন জায়গায় ঘুরছিল।
অবশেষে ,মদন উপজেলার মানবিক নির্বাহী অফিসার ( ইউএনও) তানজিনা শাহরীনের নির্দেশনা ৮ নং ফতেপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সামিউল হায়দার (শফির) সহযোগিতা ,হত দরিদ্র সেকুল মিয়ার প্রতিবন্ধী শিশু তমা আক্তার কে।
(৫ মার্চ) রোজ রবিবার একটি প্রতিবন্ধীর ভাতার কার্ড ও একটি হুইল দেওয়া হল প্রতিবন্ধী শিশু তমা আক্তার কে।
প্রতিবন্ধী শিশু তমা আক্তার নতুন হুইল চেয়ার পেয়ে খুব আনন্দিত সে।
হুইল চেয়ার না থাকার কারণে, তার পিতা বাজার থেকে নেওয়া এক ফলের ক্যারেটের ভিতরে বসবাস করত এই প্রতিবন্ধী শিশুটি।
মদন উপজেলা সমাজসেবা কর্তৃক প্রতিবন্ধী শিশু তম আক্তার কে নতুন হুইল চেয়ার উপহার দেওয়ায় , এখন থেকে এদিক সেদিক চলাচল করতে সহজ হল প্রতিবন্ধী শিশুটির।
এ বিষয়ে ফতেপুর ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান সামিউল হায়দার (শফি) বলেন, এটা আমার মানবিক দায়িত্ব। প্রতিবন্ধী শিশুর পরিবারের পিতা-মাতা পূর্বে আমার কাছে আসেনি। এ ধরনের প্রতিবন্ধী শিশু ও হতদরিদ্র পরিবারের সেবার জন্য, আমি সর্বদাই নিয়োজিত আছি।
মদন উপজেলা নির্বাহী অফিসার (মানবিক) (ইউএনও) তানজিনা শাহরীন তিনি বলেন, এ ধরনের হতদরিদ্র (অটিজম প্রতিবন্ধী )শিশুর জন্য উপজেলা সমাজসেবা সবসময় সেবা দেওয়ার জন্য নিয়োজিত আছে।
Leave a Reply