খায়রুল বাশার, ময়মনসিংহঃ
ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের উদ্ধার করা মোবাইল প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করলেন ইন্সপেক্টর তদন্ত ফারুক হোসেন বৃহস্পতিবার (২৩শে ফেব্রুয়ারি ২০২৩) তারিখে বেলা ০৫ ঘটিকার সময় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহ্ কামাল আকন্দ (পিপিএম-বার) এর নির্দেশে কোতোয়ালী মডেল থানার তদন্ত ওসি ফারুক হোসেন তথ্যপ্রযুক্তির মাধ্যমে ১টি মোবাইল ফোন উদ্ধার করেন। গ্রাহকদের এসব মোবাইল ফোন থানায় সাধারণ ডায়েরি ভুক্ত হওয়ার পর তথ্যপ্রযুক্তির মাধ্যমে উদ্ধার করা হয়। হারিয়ে যাওয়া মোবাইল ফিরে পেয়ে আনন্দিত কোতোয়ালী মডেল থানার কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রকৃত মালিক রাকিব হাসান।
রাকিব বলেন,হারানো ফোন ফেরত পাওয়ার ব্যাপারটা অবিশ্বাস্য। তবে আমার হারিয়ে যাওয়া মোবাইল ফোন দিয়ে কোনো অপরাধ যেন সংগঠিত না হয় সেজন্য থানায় জিডি করেছিলাম। প্রায় ৬ মাস পর পুলিশ সেই ফোন উদ্ধার করে দিলো। এটা সত্যিই অবিশ্বাস্য ব্যাপার।
তারা বলেন, ফোনটি চুরি হয়। থানায় জিডি করার পর কয়েকবার যোগাযোগ করেও হারানো মোবাইল না পেয়ে আশা ছেড়ে দিয়েছিলাম। এমনিতেও পুলিশের উপর আস্থা ছিলো না তেমন। তবে প্রায় ছয় মাস পর চুরি হওয়া মোবাইল ফোন ফেরত পেয়ে সত্যিই আনন্দিত। পুলিশের প্রযুক্তি উন্নত হচ্ছে, জনগণ সেবা পাচ্ছে, এটা তারই প্রমাণ।
যারা মোবাইল ফোন হারানোর পর থানায় জিডি করতে অনীহা প্রকাশ করেন তাদের উদ্দেশ্যে ওসি শাহ্ কামাল আকন্দ বলেন, হারানো বা খোয়া যাওয়া মোবাইল দিয়ে অনেক অপরাধ সংগঠিত হয়। তাই মোবাইল ফোন হারানো গেলে নিকটস্থ থানায় সঠিক তথ্যসহ জিডি করা উচিত।
কোতয়ালী থানার তদন্ত ওসি ফারুক হোসেন বলেন আমরা ওসি স্যারের নির্দেশে , নির্দেশে আলাদা একটি ইউনিট করেছি। তথ্য ও প্রযুক্তির সহায়তায় ও আইএমইআই নম্বর সার্চ করে ফোনগুলো উদ্ধার করে প্রকৃত মালিকদের বুঝিয়ে দেওয়া হচ্ছে।
Leave a Reply