মোঃ শফিকুল ইসলাম খান, পূর্বধলাঃ
নেত্রকোনার পূর্বধলায় বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সকালে ফাঁসিতে ঝুলে আব্দুল বারেক (৬০) নামে বৃদ্ধের মৃত্যু হয়েছে। সে উপজেলার খলিশাউড় ইউনিয়নের খলিশাউড় (কুরপাড়) গ্রামের মৃত ফজর আলী’র ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বুধবার রাত এগারোটা-বারটা পর্যন্ত মৃত আব্দুল বারেকের কথাবার্তা শুনা গিয়েছিল, বৃহস্পতিবার সকালে কোন খোঁজ খবর সাড়া-শব্দ না পেয়ে ঘরে খোঁজ নিয়ে দেখে পরনের লুঙ্গি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। সে দির্ঘদিন যাবৎ মানসিক রোগের কারণে ঘরে আটক ছিল বলে জানা যায়।
পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশ থানায় নিয়ে আসা হয়েছে। লাশের প্রাথমিক ছুরতহাল করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে পূর্বধলা থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের এর প্রক্রিয়া চলছে।
Leave a Reply