আটপাড়া প্রতিনিধিঃ
নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. গোলাম কিবরিয়া বুধবার সকালে নিজ বাড়ি রবিয়ারগাতীতে দীর্ঘদিন অসুস্থতাজনীত কারণে মৃত্যুবরণ করেছেন । (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন) মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর।
তাঁর মৃত্যুতে বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা,
বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের,
বাংলাদেশ আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য অসীম কুমার উকিল, নেত্রকোনা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আমিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামসুর রহমান লিটন, জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার রায় ও
নেত্রকোনা জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক নূর খান মিঠু, জেলা আওয়ামীলীগের সদস্য আব্দুল কাইয়ূম রোকন,
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মো. খায়রুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বানিয়াজান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফেরদৌস রানা আঞ্জু, যুগ্ন সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মিজানুর রহমান খান নন্দন,
উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, গোলাম কিবরিয়ার মৃত্যুতে গভীর
গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
শোক বিবৃতিতে মরহুমের আত্মার শান্তি কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জানান।
বুধবার বিকাল ৫টায় উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়ার মরদেহে ফুলেল শ্রদ্ধা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন আটপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মো. খায়রুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফেরদৌস রানা আঞ্জু, যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মিজানুর রহমান খান নন্দন সহ, নেত্রকোনা জেলা পরিষদের সাবেক সদস্য সুমন খান, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. রাহাত বিশ্বাস, সহ আরো অনেকেই৷
পরে নিজ গ্রামের বাড়ি রবিয়াগাতীতে জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
Leave a Reply