নেত্রকোনা প্রতিনিধিঃ
বাংলাদেশ হিউম্যান রাইটস এন্ড প্রেস সোসাইটি ও এমপি হাবিবা খান মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষণা একাডেমী যৌথ আয়োজনে ১৯ জানুয়ারি মালনী জ্যোৎস্না রানী পাঠাগারে পরিচিত সভা ও সম্মাননা স্মারক বিতরণ অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ হিউম্যান রাইটস এন্ড প্রেস সোসাইটি জেলা শাখার সভাপতি ও এমপি হাবিবা খান মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষণা একাডেমীর প্রতিষ্ঠাতা সদস্য দেব সংকর সাহা রায় এবং সঞ্চালনায় ছিলেন বাংলাদেশ হিউম্যান রাইটস এন্ড প্রেস সোসাইটি জেলা শাখার সাধারণ সম্পাদক ও এমপি হাবিবা খান মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষণা একাডেমীর নিবার্হী পরিচালক মোহাম্মদ আজিজুর রহমান।
এসময় ৫১ জনকে মানবাধিকার সম্মাননা স্মারক দেন।এর মধ্যে বাংলাদেশ হিউম্যান রাইটস এন্ড প্রেস সোসাইটির সহ-সভাপতি এবং বাংলাদেশ প্রেসক্লাবের নেত্রকোনা জেলা শাখার সভাপতি শামীম তালুকদার কে সম্মাননা স্মারক হাতে তুলেন।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ও এমপি হাবিবা খান মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষণা একাডেমির প্রতিষ্ঠাতা ও সভাপতি হাবিবা রহমান খান শেফালী।
এসময় আরও উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা পরিষদের সদস্য ও বাংলাদেশ হিউম্যান রাইটস এন্ড প্রেস সোসাইটির সহ-সভাপতি শাহানাজ পারভীন, পূর্বধলা উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান শারমীন সুলতানা সুমি প্রমুখ।
সম্মাননা স্মারক পাওয়ার অনুভূতি কথা জানতে চাইলে শামীম তালুকদার বলেন, বাংলাদেশ হিউম্যান রাইটস এন্ড প্রেস সোসাইটি ও এমপি হাবিবা খান মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষণা একাডেমী যৌথ উদ্যোগে আমাকে সম্মাননা স্মারক দেওয়াই
আনন্দিত ও গর্বিত। উভয় সংগঠনের সাথে যুক্ত হয়ে নিজেকে গর্বিত মনে করছি এবং আশেপাশে মানবাধিকার লঙ্ঘন কোন কাজ হতে দিবো না সাধ্যমত বিপদে-আপদে মানুষের পাশে থাকব।
Leave a Reply