হাবিবুর রহমান,নেত্রকোনাঃ
নেত্রকোনার আটপাড়া উপজেলা সুখারী ইউনিয়নের করারদুপ গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আঃ হাই মিয়া (৮০) কে প্রাণনাশের হুমকি দিয়ে পাঁচ লক্ষ টাকা চাঁদা দাবি করার কারণে নেত্রকোনার কোর্ট আদালতে মামলা দায়ের করেন।
এ ঘটনায়, বীর মুক্তিযোদ্ধা আঃ হাই মিয়া নিজেই বাদী কোর্ট আদালতে একই গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে জামাল (৩৫) ও মৃত সিরাজ মিয়ার ছেলে আনোয়ার হোসনসহ ১০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।
মামলা ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, করারদুপ গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই মিয়ার জায়গায়, একটি ডিজেল চালিত সেচের মেশিন রয়েছে।
এলাকার কৃষকরা মিলে জমি সেচের স্বার্থে, পানি উন্নয়ন ব্যবস্থাপনা কমিটি গঠন করে, দীর্ঘ( ৪০) বছর যাবৎ এ পানির সেচ মেশিনটি পরিচালিত করে আসছে বীর মুক্তিযোদ্ধা আঃ হাই মিয়ার জায়গায়।
উক্ত ডিজেল চালিত মেশিন নিয়ে,এ বছরের বোরো ধানের মৌসুমী শুরুতেই পানি উন্নয়ন ব্যবস্থাপনা কমিটি মধ্যবিরোধ দেখা দেয়।
কৃষক সেচ কমিটির সদস্যদের মধ্যে বিরোধ সৃষ্টি হওয়ার কারণে, বীর মুক্তিযোদ্ধা আঃ হাই মিয়া আটপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর আপোস মীমাংসা সমাধানের লক্ষ্যে একটি আবেদন করেন।
আবেদনের পরিপ্রেক্ষিতে, গত (২৭ ডিসেম্বর ২০২২) আটপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিল আহমেদ তিনি করারদুপ গ্রামের (কৃষক) পানি উন্নয়ন ব্যবস্থাপনা সেচ কমিটিকে ডেকে ২২ সদস্যর কমিটির ( সভাপতি) নিয়োযুক্ত করেন, (সেচ মেশিনের) জমি দাতা হিসাবে বীর মুক্তিযোদ্ধা আঃ হাই মিয়াকে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ২২ সদস্য সেচ কমিটির (সভাপতি) বীর মুক্তিযোদ্ধা আঃ হাই মিয়া কে নিয়োযুক্ত করে স্বাক্ষরিত এ আদেশ দেন।
এ আদেশ, মৃত সিরাজ আলীর ছেলে আনোয়ার হোসেন অমান্য করে, তার দলবল নিয়ে, বীর মুক্তিযোদ্ধা আঃ হাই মিয়াকে প্রাণনাশের হুমকি ও ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করার কারণে, এ মামলা দায়ের করেন অভিযুক্তদের বিরুদ্ধে।
(২০ জানুয়ারি) সরজমিনে গেলে, সাধারণ জনগণ বলেন,যে বীর মুক্তিযুদ্ধারা এ দেশ স্বাধীন না করলে এই দেশ স্বাধীন হতো না।
আর ,আজ এই বীর মুক্তিযোদ্ধাদের কে প্রাণনাশের হুমকি দেয় ও চাঁদা দাবি করে, দেশের আইন কি এত নিচে নেমে গেছে।
এ বিষয়ে, আটপাড়া থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ ওসি উজ্জ্বল কান্তি সরকার তিনি এ প্রতিনিধিকে জানান, এখনো মামলার কপি পায়নি, অভিযোগের কপি হাতে পেয়ে তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার প্রকৌশলী বিপ্লব কুমার সরকার তিনি বলেন, বীর মুক্তিযোদ্ধা আঃ হাই মিয়া, এ বিষয়ে আমাকে অবগত করেছে। বিষয়টি খতিয়ে দেখে পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করা হবে।
আটপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিল আহমেদ তিনি এ প্রতিনিধিকে বলেন, সেচের বিষয় কৃষকের স্বার্থে উভয়পক্ষকে ডেকে ২২ সদস্য কমিটির (সভাপতি) মুক্তিযোদ্ধা আঃ হাই মিয়াকে দিয়েছিলাম। একজন বীর মুক্তিযোদ্ধা কে প্রাণনাশের হুমকি ও চাঁদা দাবি বিষয়টি খতিয়ে দেখে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে তাদের বিরুদ্ধে ।
Leave a Reply