পূর্বধলা প্রতিনিধি:
নেত্রকোনার পূর্বধলায় দেওটুকোন রোডে ছোছাউড়ায় নিখোঁজের এক দিন পর আজ বুধবার সকালে রাস্তার পাশে পাওয়া গেল ৬ বছরের শিশু আব্দুল্লাহ্ রক্তমাখা মৃতদেহ। নিহত আব্দুল্লাহ্ উপজেলার ছোছাউড়া গ্রামের মো. জামাল ফকিরের ছেলে।
স্থানীয় লোকজন ও শিশুর পরিবারের সদস্যরা জানিয়েছেন, গতকাল থেকে আব্দুল্লাহ্কে খুঁজে পাওয়া যাচ্ছিল না। স্বজনদের বাড়িসহ আশপাশের অনেক জায়গায় খোঁজাখুঁজি করার পর তাকে না পেয়ে মাইকিং করা হয়। পরে আজ সকালে তার লাশ রাস্তার পাশে পড়ে থাকতে দেখে দৌরাদৌরি উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে এবং পুলিশে খবর দেওয়া হয়।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। শিশুটির পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তা মামলা হিসেবে নেওয়া হবে। এর রহস্য উদ্ঘাটনের তদন্ত শুরু করেছে পুলিশ।
Leave a Reply