নিজস্ব প্রতিবেদকঃ
স্বর্ণ ও রুপা একটি মূল্যবান একটি অলংকার ধাতু যা প্রতিনিয়ত মানুষ ব্যবহার করে থাকে নিজের সৌন্দর্য্য বাড়ানোর জন্য। শখের বসে বানায় আর সেখানে যদি হতে হয় প্রতারিত যা সহজে চিনতে পারে না তখনিই হয় মহাবিপদ তাই প্রতারিত না হওয়ার জন্য
নেত্রকোনায় এই প্রথম অত্যাধুনিক প্রযুক্তি স্বর্ণ ও রুপা পরীক্ষা কেন্দ্র নেত্রকোনা গোল্ড ল্যাব উদ্বোধন করা হয়।
১ জানুয়ারি নেত্রকোনা ছোট বাজার ইমরান শপিং সেন্টার তৃতীয় তলায় “নেত্রকোনা গোল্ড ল্যাব” টি কল্যাণীর জুয়েলার্সের মালিক ও নেত্রকোনা জুয়েলার্স সমিতির সভাপতি চঞ্চল সরকারসহ আরো দশজন জুয়েলার্সের মালিক মিলে নিয়ে আসেন এই জার্মানি অত্যাধুনিক হলমার্ক টন্স মেল্টিং মেশিন।
যা ক্রেতা ও বিক্রেতা উভয়েই স্বর্ণ ও রুপার সঠিকভাবে মান নির্ণয় করতে পারবে এতে করে সঠিক পণ্য ও প্রতারণা থেকে মুক্তি পাবে বলে তারা জানায়।অল্প খরচেই তাদের মূল্যবান অলংকারটি পরীক্ষা করে নিতে পারবেন।
এসময় দশজন অংশীদারি মালেকদের কার্যকরী কমিটির সদস্য সজল পাল ছাড়াও সদস্যদের মধ্যে জুয়েল সাহা, রিপন শীল, রনি সরকার, সুমন সরকার, সুবল সরকার, ঝুটন পাল,গোবিন্দ কর্মকার, পিন্টু রায়, রিপন রায় প্রমুখ।
এসময় ফিতা ও কেক কেটে শুভ উদ্ধোধন করা হয়।
Leave a Reply