নেত্রকোনায় যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ১৬ ডিসেম্বর ৫১ তম মহান বিজয় দিবস পালন করা হয়। দিনের প্রথম প্রহরে কালেক্টরেট প্রাঙ্গণে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা করা হয়। কালিবাড়ি স্মৃতিসৌধ শহীদদের স্মরণে পুষ্পস্তাপক অর্পণ করেন নেত্রকোনা জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিস, পুলিশ সুপার ফয়েজ আহমেদ সভাপতিত্বে এবং সকল মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন।
এছাড়াও জেলা সরকারি-বেসরকারি রাজনৈতিক অঙ্গ সংগঠন শিক্ষাপ্রতিষ্ঠান সহ বিভিন্ন পেশাজীবি মানুষ শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।
উক্ত বিজয় দিবস উপলক্ষে নেত্রকোনা আধুনিক স্টেডিয়াম মাঠে জাতীয় সংগীত এর মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন, পায়রা ও বেলুন উড়িয়ে শুভ উদ্ধোধন করেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ। পরে তিনি মাঠ পরিদর্শন করেন।
এ সময় পুলিশ, আনসার, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বিএনসিসি সহ স্কুলের শিশু-কিশোর সংগঠন এর কুচকাওয়াজ শরীরচর্চা ডিসপ্লে পরিদর্শন শেষে পুরস্কার বিতরণ করা হয়।
Leave a Reply