জামালপুর প্রতিনিধিঃ
জামালপুর জেলা ট্রাক, ট্যাংকলড়ী, কভার্ডভ্যান, মিনিট্রাক ও ট্রাক্টর চালক শ্রমিক ইউনিয়ন রেজিঃনং-ঢাকা-৩৬৪০ এ চেক বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার সকালে সংগঠনের সভাপতি মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে এবং সহ-সাধারণ সম্পাদক মোঃ বিল্লাল হোসেন বেলালের সঞ্চালনায় সংগঠনের প্রধান কার্যালয়ে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সংগঠনের ৪জন মৃত সদস্যের পরিবারকে ৫০ হাজার করে টাকার চেক শ্রমিক কল্যাণ তহবিল থেকে এককালীন অনুদান হিসেবে প্রদান করা হয়।
অনুদানপ্রাপ্ত মৃত শ্রমিকগণ হলেন, মনোয়ার হোসেন-দেওয়ানগঞ্জ, হায়দর আলী- কাচারীপাড়া, জামালপুর সদর, সামছুল আলম-মাদারগঞ্জ, আব্দুর রাজ্জাক-হরিপুর, জামালপুর সদর।
উল্লেখ্য, ইতোপূর্বে সংগঠনের আরও ৭৫জন মৃত সদস্যের পরিবারকে ৫০ হাজার করে টাকার চেক হস্তান্তর করা হয়েছে। এ নিয়ে সর্বমোট ৭৯ জন মৃত সদস্যের পরিবারকে ৫০ হাজার করে মোট ৩৯ লাখ ৫০ হাজার টাকার অনুদানের চেক হস্তান্তর করা হলো।
Leave a Reply