তানভীর হোসেন,আটপাড়া প্রতিনিধিঃ
নেত্রকোনার আটপাড়া উপজেলা নবাগত ওসি শ্রী উজ্জ্বল কান্তি সরকার যোগদান করে পুলিশ জনগণের বন্ধু হয়ে কাজ করতে চান তিনি।
গত ২১ নভেম্বর ২০২২ আটপাড়া থানার অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেন তিনি।এর আগে সততা ও নিষ্ঠার সহিত তদন্ত ওসি হিসাবে মদন থানায় দীর্ঘদিন দায়িত্ব পালন করেন তিনি।মদন হইতে বদলি জনিত কারণে কলমাকান্দা উপজেলায় ও ওসি তদন্ত হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এছাড়াও পুলিশের একজন তদন্ত ওসি হিসেবে, তার সততা, দক্ষতা ও নিষ্ঠার সহিত মদন থানা ও কলমাকান্দা অত্যন্ত ভূমিকায় রেখেছেন ওসি শ্রী উজ্জ্বল কান্তি সরকার।
নবনিযুক্ত আটপাড়া থানার ওসি শ্রী উজ্জ্বল কান্তি সরকার যোগদান করায়, সাধারণ জনগণ ও উপজেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ আশা রাখছেন, তিনি আটপাড়া উপজেলা থেকে মাদক, জুয়া, চুরি রাহাজানি, সকল ধরনের অন্যায় অবৈধ কাজ বন্ধ করার চেষ্টা করবেন ।
তাঁর চাকরি জীবনের এসিয়ার ব্যাকগ্রাউন্ড সততার পরিচয় রয়েছে অপরিসীম।
আটপাড়া থানার নবনিযুক্ত অফিসার ইনচার্জ ওসি শ্রী উজ্জ্বল কান্তি সরকার বলেন, পুলিশ জনগণের বন্ধু, পুলিশ সবসময় জনগণের পাশে থাকবে, জনগণের সহযোগিতা আটপাড়া থানা থেকে মাদক ,জুয়া গাজা ,ইয়াবা চুরি, সকল প্রকার অন্যায়, নির্মূল করবেন বলে ও জানান।
Leave a Reply