হাবিবুর রহমান, মদন প্রতিনিধিঃ
নেত্রকোনার মদন উপজেলায় পাঁচটি গরু উদ্ধার করে তিন চোরকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
গত ২৬ নভেম্বর শনিবার রাতে ১ নং কাইটাইল ইউনিয়নের কেশজানি গ্রাম থেকে ৩ জনকে গ্রেপ্তার করেছে মদন থানা পুলিশ। গ্রেপ্তারকৃতদের (২৭ নভেম্বর রোজ ) রবিবার নেত্রকোনার জেল হাজতে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃত তিনজন মদন উপজেলার কাইটাইল ইউনিয়নের কেশজনী গ্রামের চাঁনমিয়ার ছেলে জুসেফ(৩৫), মাসুদ মিয়ার ছেলে রানা (৩০) ও জয়পাশা গ্রামের মৃত চানমিয়া ছেলে মুসা(৩৬)।
পুলিশ সূত্রে, জানা যায় কেশজনী গ্রামের লুৎফুর রহমান গত ২৩ নভেম্বর বিশ্বকাপ ফুটবল খেলা দেখতে যান, খেলা দেখে বাড়ি ফিরে গরুর গোয়াল ঘরে গিয়ে দেখতে পায় তার ৫টি গরু নাই ,চুরি হয়ে গেছে।
পরবর্তীতে , অজ্ঞাতনামা আসামি করে মদন থানায় একটি মামলা দায়ের করেন গরুর মালিক।
উক্ত মামলায় পুলিশ সন্দেহে মুসাকে মিয়া কে আটক করেন।
আটকৃত মুসার তত্ত্ব ভিত্তিতে
এসআই আজিজুর রহমান, জোসেফ ও রানাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছেন।
গ্রেফতারকৃত আসামির তথ্য ভিত্তিতে কাইটাইল ইউনিয়নের দশাআশি গ্রামের মৃত মুসলিম উদ্দিন মিয়ার ছেলে রিটন মিয়ার বাড়ির পিছনের জঙ্গল থেকে থানা পুলিশ পাঁচটি গরু উদ্ধার করতে সক্ষম হয়েছেন।
এ বিষয়ে মদন থানা ওসি মোহাম্মদ তাওহীদুর রহমান তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। চুরি হওয়া পাঁচটি গরু উদ্ধার করতে সক্ষম হয়েছি, গ্রেফতারকৃত তিন আসামিকে জেল হাজতে পাঠানো হয়েছে।
Leave a Reply