সোহেল খান দূর্জয়, নেত্রকোনাঃ
নেত্রকোনার বারহাট্টায় বিস্ফোরক দ্রব্য মওজুদ, ব্যবহার ও নাশকতার পরিকল্পনার অভিযোগে শনিবার রাতে (২৬ নভেম্বর) উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠণ সমূহের ২৬২জন নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। তাদের মধ্যে মনোয়ার হোসেন মনু (৩৭) নামের একজনকে গ্রেফতার করে রবিবার (২৭ নভেম্বর) সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।
বারহাট্টা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ লুৎফুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, শনিবার বিকেল দেড়টার দিকে গোপনসূত্রে খবর আসে যে, উপজেলা বিএনপি’ মধ্যবাজার এলাকার অস্থায়ী অফিসে কিছু নেতা-কর্মী ককটেল, পাথর ও লাঠিসোটা নিয়ে জড়ো হয়ে নাশকতার পরিকল্পনা করছে। সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠানে হয়। এ সময় বিএনপি অফিসের সামনে দিয়ে ছাত্রলীগের একটি মিছিল যাচ্ছিল। এই মিছিলের উপর বিএনপি অফিস থেকে ককটেল ও পাথর নিক্ষেপ করা হয়। এতে ক্ষুব্দ হয়ে ছাত্রলীগের কিছু নেতা-কর্মী বিএনপির অফিসে হামলা চালায়। তবে, পুলিশের উপস্থিতি টের পেয়ে সকলেই ঘটনাস্থল ত্যাগ করে। পরে বিএনপি অফিস তল্লাশী করে পাঁচটি তাজা ককটেল, একটি বিস্ফোরিত ককটেলের অংশ, বেশকিছু কসটেপ, লাঠিসোটা ও রেললাইনের পাথর উদ্ধার করা হয়।
ওসি মুহাম্মদ লুৎফুল হক জানান, শনিবারের ঘটনায় উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠণ সমূহের ১১২ জনের নাম উল্লেখ ও ১৫০ জন অজ্ঞাত নেতা-কর্মীর বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য ও বিশেষ ক্ষমতা আইনের বিধানমতে মামলা দায়ের করা হয়েছে।
উপজেলা বিএনপির আহ্বায়ক মোশতাক আহম্মেদ মামলার অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, শনিবার আমাদের উপজেলা বিএনপির অস্থায়ী অফিসে উপজেলা কৃষকদলের পক্ষ থেকে কৃষকদের মাঝে বীজ বিতরণের একটা প্রোগ্রাম ছিল। তখন উপজেলা ছাত্রলীগের কিছু নেতাকর্মী আমাদের অফিসে এসে হামলা চালায় ও ভাংচুর করে। এতে আমাদের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন। পরে পুলিশ আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা রজু করে।
এ ব্যাপারে উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. খায়রুল কবির খোকন বলেন, উপজেলা বিএনপি’র অফিস কোথায় আমাদের জানা নেই। শুনেছি তাদের কিছু লোক নাশকতার উদ্ধেশ্যে ককটেল, পাথর, লাঠি ইত্যাদি নিয়ে মধ্যবাজার এলাকায় একটি ঘরে জড়ো হয়েছিল। পুলিশ সেখান থেকে ককটেলসহ বিভিন্ন আলামত জব্দ করেছে।
Leave a Reply