আমার স্বপ্ন তুমি
সোহেল খান দূর্জয়
————-
আমি যেন শুধু তোমার কবি হই
আমি আর কারও কবি নই,তুমি
ই তো আমার মনের ভাষা,স্বপ্ন
আকাশ মুক্ত ছোঁয়া,আমি কাব্যের
রসে নীল কন্ঠ কবি,ভেদাভেদ হীন
মানুষের গান বাঁধি,তোমায় গড়েছি
কবিতায়,অনুভুতি প্রেম দিয়ে,তুমি
আমি মানুষের ভাবনায় আগামীর
স্বপ্ন নিয়ে,আকাশ বুকে,মহা সুখে
লিখছে কারা কবিতা,ধরার
মাঝে,নিত্য সাজে ছুটছে চলে
সভ্যতা,শীতল আলো,ভালো ভালো
স্বপ্ন গুলো রেখেছে,রামধনু
তার বাঁকা হাসি বর্ষা মেঘে এঁকেছে।
আকাশ সাগর,করে আদর,লক্ষ
তারার ভালোবাসা,জ্যোৎস্না
রাতে,ছায়া পথে,নামল রঙিন স্বপ্ন
আশা,বাঁকা মাঠে, নদীর ঘাটে বাউল
আজ জেগেছে,সবুজ ধানে,গানে
গানে,রঙিন স্বপ্ন লেগেছে,প্রেম আর
স্বপ্ন নিয়ে তুমি,দুহাত বাড়িয়ে আছ
দাড়িয়ে,জানি পারবেনা কখনো দুরে
যেতে,আমার সীমানাটা ছাড়িয়ে
দুজনার দুটি মন,এক হয়ে মিশে যায়
উড়ে যায় বহুদূরে,দুর কোন
অজানায় সেখানে দুজনে হারিয়ে
যাব,প্রেমের সমুদ্র পাড়িয়ে তুমি
আমি একসাথে বাঁধবো সুখের ঘর
চিরসাথী হয়ে রবো,কখনো হবনা
পর,আমাদের জীবন সাজাবো
আমরা,সামাজিক সব বাধা মাড়িয়ে।
Leave a Reply