আমার কি অপরাধ
সোহেল খান দূর্জয়
———–
আমার কি অপরাধ বলো আজ
কোন দোষে দোষী হলাম আমি
আজ তুমি নেই বলে পাশে আমি
বড় একা হয়না তোমার ছবি আঁকা
তাইতো তুমিহীনা জীবন আমার
আজ কাটছে ভীষণ একা একা
আজ তুমি নেই বলে আমার পাশে
নিশি রাত জেগে থাকি আমি একা
তোমায় নিয়ে উদাস হয়ে আমি
আজ মিছে আর স্বপন দেখিনা।
আজ তুমি নেই বলে আমার পাশে
নিভে গেছে আমার সুখের আলো
আজ খুব দুজনার সব বাঁচার আশা
হয়ে গেছে অগোছালো ছাদ একা
আজ তুমি নেই বলে আমার পাশে
থমকে আছি এই যে জীবনে আমি
হাজারো বার ডাকলেও জানি আজ
ফিরেও আসবেনা আজ আর তুমি।
আজ তুমি নেই বলে আমার পাশে
আমি একা একা হাটি দূর বহুদূর
তুমি ছিলে আছো থাকবে আজীবন
তুমি আমার মনের সঙ্গের সাথী
আজ তুমি নেই বলে আমার হৃদয়ের
পাশে,মনটা আমার খুব কষ্টে ব্যথিত
তোমায় নিয়ে স্বপন গাঁথা আমার
জীবন কাব্যও হয়না আর রচিত।
Leave a Reply