সোহেল খান দূর্জয়, নেত্রকোনা:
নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার কাচিকান্দা গ্রামে স্থাপিত বিদ্যাভুবন স্কুলের শিশুরা দশ টাকায় বই পেয়ে হাসলেন ও নাচলেন।স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে,জলসিঁড়ি পাঠাগারের উদ্যোগে, ভর্তুকি দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক, ৫০ কপি বই প্রতিটি দশ টাকায় বিতরণ করা হয়েছে।
সোমবার (২১ নভেম্বর) দুপুরে স্কুলটির প্রতিষ্ঠাতা শেখ আল মামুন, উন্নত জীবন, থিংক এণ্ড গ্রো রিচ, রোড টু সাকসেস সহ শিশু যুবাদের আত্মোন্নয়নে ভূমিকা রাখার মতো বইগুলো শিক্ষার্থীদের হাতে তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন সংস্কৃতিকর্মী পার্থ প্রতীম সরকার, সহকারি শিক্ষক আল আমীন ফকির, ও নাজনিন আক্তার। বিদ্যাভুবনের শিক্ষার্থী সুমাইয়া আক্তার জেমি বলেন,দশ টাকায় বই পেয়ে আমরা আপ্লুত।
এবিষয়ে জানতে চাইলে জলসিড়ি পাঠাগারের প্রতিষ্ঠাতা দীপক সরকার বলেন, নেত্রকোণা জেলার প্রতিটি উপজেলায় একটি শিক্ষা প্রতিষ্ঠানে ভুর্তকী দিয়ে দশ টাকায় প্রতিটি বই বিতরণ শুরু করেছে জলসিঁড়ি পাঠাগার। আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।
Leave a Reply