সোহেল খান দূর্জয় নেত্রকোনা :
নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় লেঙ্গুড়া বালুচড়া মিশন মাঠে(২০ নভেম্বর) রবিবার দুপুরে গারো আদিবাসীদেের সাংস্কৃতিক অনুষ্ঠান “ওয়ানগালা” উৎসব পালিত হয়েছে।
গারো আদিবাসীদের জন্য এই অনুষ্ঠান তাদের শিকড় ধরে রাখার একটি ঐতিহ্য অনুষ্ঠান। গারোদের পোশাক সাংস্কৃতি ভাষা পাহাড়ি অঞ্চলে বসবাস নিয়ে এ উৎসব প্রতি বছর পালন করে থাকে।
তারা মনে করে, ওয়ানগালা উদযাপন যুগের সাথে যুগ উপযোগী করে পরিবর্তন আনার লক্ষ্যে ওয়ানগালাকে কেন্দ্র করে নতুন প্রজন্মকে ওয়ানগালা উদযাপনের ধারাবাহিকতায় আবিমা ওয়ানগালায় কনসার্ট, টেন্ট ক্যাম্প এমন কি যুবক যুবতীদের সংপৃক্ত করার জন্য মেঘালয় থেকে গেস্ট ব্যান্ড ডা সুরাকাকে আনা হয়।
পরিবর্তন এই সংস্কৃতি নিয়ে মানুষের আগ্রহও বাড়তে গারোদের কালচারাল রেভুলোশন পজিটিভ এই অনুষ্ঠানের আয়োজন করে থাকে।
Leave a Reply