নেত্রকোনা প্রতিনিধিঃ
নেত্রকোনা সদর উপজেলার ঠাকুরাকোণায় প্রতি বছরের ন্যায় এ বছর ও মেসার্স এম আর সিংহ এন্ড কোং ইটভাটার শুভ উদ্ধোধন করা হয়েছে।এ ভাটার প্রতিষ্ঠাতা- স্বর্গীয় মনোরঞ্জন সিংহ, প্রোপ্রাইটার- খোকন চন্দ্র সিংহ।
১৬ নভেম্বর বিকাল ২.৩০ মি . ধর্মীয় বিভিন্ন নিয়মের মধ্যে দিয়ে ভাটার চুলায় প্রথম আগুন ধরানো হয়
পরে সবার মাঝে তবারক বিতরণ করেন।
খোকন চন্দ্র সিংহ বলেন, সরকারের নিয়ম কানুন মেনেই আমরা ইট ভাটা চালু ও প্রস্তুত করছি, নিয়মিত টেক্স পরিশোধ করছি এবং দেশের উন্নয়নে কাজ করছি। বাবা দাদার আমলের একমাত্র ব্যবসা ধরে রাখার চেষ্ঠা করছি। নেত্রকোনা বেশির ভাগ ভাটার মামলা হয়েছে , তার মধ্যে আমার টাও ছিল তবে হাইকোর্ট মামলা রিট করে এ বছরের জন্য অনুমতি দিয়েছেন।
Leave a Reply