সংগ্রামী প্রতিবাদী নারী
সোহেল খান দুর্জয়
———-
তুমি সাহসী তুমি মহীয়সী তুমি সংগ্রামী
তুমি বাংলার রাজপথের প্রশাসনিক
মেধাবী পরীক্ষিত আলোর সৈনিক
তুমি মহীয়সী আলোর দিশারী,
হে নেত্রকোনার মান্নবর সুযোগ্য
জেলা প্রশাসক অঞ্জনা খান
মজলিশ ঢাকা থেকে নেত্রকোনা
সারা বাংলায় তোমার ঠিকানা।
তুমি সংগ্রামী তুমি সাহসী তুমি
রাজপথের লড়াকুর সৈনিক, তুমি
দেশ গড়ার মেধাবী হাতিয়ার,তুমি
নেত্রকোনার প্রশাসনিক অহংকার
তুমি সারা বাংলার প্রশাসনিক গর্ব
তুমি আমার লেখা কবিতার প্রথম পর্ব।
হে মহীয়সী নারী নেত্রকোনার সুযোগ্য
জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ
তোমার সাহসিকতায় তোমার প্রশাসনিক
নেতৃত্ব যুগ যুগ ধরে নেত্রকোনা সহ
বাংলার কোটি কোটি মানুষের অন্তরে
থাকবে সংগ্রামী আলোর প্রদীপ হয়ে।
হে নেত্রকোনার মান্নবর সুযোগ্য
জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ
তুমি বাংলাদেশ সরকারের পরীক্ষিত
সৈনিক তাই তো বাংলাদেশ সরকার
ভেবেছে তোমার হাতেই নিরাপদ
নেত্রকোনা জেলার উজ্জ্বল সুন্দর
আলোকিত ভবিষ্যৎ।
হে প্রিয় মমতাময়ী জেলা প্রশাসক অঞ্জনা
খান মজলিশ তোমার মেধাবী আলোয়
আলোকিত আজ নেত্রকোনার প্রতিটি
উপজেলা প্রতিটি ইউনিয়ন প্রতিটি ওয়ার্ড।
নেত্রকোনার এক প্রান্ত থেকে আরেক
প্রান্তে অবিরাম ছুটে চলা তুমিই তো সেই
সাহসী সংগ্রামী নারী নেত্রকোনার সুযোগ্য
জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ
তোমাকে জানাই আমি লাখো কোটি সালাম।
Leave a Reply