সুনীল পোদ্দার, কেন্দুয়া প্রতিনিধিঃ
নেত্রকোনার কেন্দুয়া উপজেলা ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের উদ্যোগে মঙ্গলবার ১৫ নভেম্বর দুপুর ১২ঘটিকায় তিনদিন ব্যাপি ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স সপ্তাহ উদযাপন করা হয়েছে।
“দুর্ঘটনা-দুর্যোগ হ্রাস করি বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কেন্দুয়া ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স সপ্তাহ উদযাপন উপলক্ষে এক আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। কেন্দুয়া ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার হাবিবুর রহমানের সভাপতিত্বে ও সিনিয়র ফাইটার আবুল খায়েরের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কেন্দুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন কেন্দুয়া উপজেলা নির্বাহী অফিসার কাবেরী জালাল,কেন্দুয়া থানার তদন্ত অফিসার আশরাফুল ইসলাম প্রমুখ।
উপস্থিত ছিলেন বিভিন্ন মিডিয়ার সাংবাদিক বৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্র ও সুধীজন।
উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম বলেন ফায়ার সার্ভিস হচ্ছে দুর্ঘটনার হাত থেকে বাঁচার প্রধান হাতিয়ার। তাই সবাই ফায়ার সার্ভিসের মোবাইল নাম্বারটি সংগ্রহ করে রাখবেন।যেকোনো জায়গায় আগুন লাগার সাথে সাথে ফোন করে জানিয়ে দিয়ে সহযোগিতা করবেন।
ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার হাবিবুর রহমান জানান জানুয়ারি ২২ থেকে এ পর্যন্ত কেন্দুয়া উপজেলায় ২০ টি অগ্নি কান্ডের ঘটনা ঘটে,তার মধ্যে ক্ষতি হয়েছে ১৭,৭৫০০০ হাজার টাকা, উদ্ধার করা হয়েছে ৭২,৫৭০০০ হাজার টাকা।আগুন থেকে জীবিত উদ্ধার করা হয়েছে ৩ জন ও মৃত ১জনকে।
Leave a Reply