সৈয়দ মুনিরুল হক নোবেলঃ
“প্রশিক্ষিত যুব উন্নত দেশ-বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মিরপুর-১০ এর ক্যান্টনমেন্ট ইউনিট থানা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে ৭দিনব্যাপী ভ্রাম্যমান ফ্রোজেন ফুড প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে।
এ উপলক্ষে বুধবার (৯ নভেম্বর) বিকাল তিনটায় মিরপুর-১০ নম্বরের ৬ নম্বর সেকশনের সি ব্লকের ৮নম্বর রোডের ৬ নম্বর দক্ষিণা নিলয় হাউজের এ-৩, সি-৩, চতুর্থ তলায় আয়শা জেসমিন কর্তৃক প্রতিষ্ঠিত ও পরিচালিত এবং জাতীয় যুব পুরস্কার -২০১৫ প্রাপ্ত সপ্তবর্ণা যুব মহিলা উন্নয়ন সংস্থার মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক বিরাজ চন্দ্র সরকার। সভাপতিত্ব করেন, যুব উন্নয়ন অধিদপ্তর ক্যান্টনমেন্ট ইউনিট থানার যুব উন্নয়ন কর্মকর্তা মাধবী পাল।
কোর্স কো-অর্ডিনেটর হিসেবে উপস্থিত ছিলেন, যুব উন্নয়ন অধিদপ্তর ক্যান্টনমেন্ট ইউনিট থানার সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আজিজুল ইসলাম।
অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন, আয়শা জেসমিন।
প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করে নেন সপ্তবর্ণা যুব মহিলা উন্নয়ন সংস্থার সভানেত্রী আয়শা জেসমিন। কোর্স কো-অর্ডিনেটর মো. আজিজুল ইসলামকে ফুল দিয়ে বরণ করে নেন সাতরং কুকিং এন্ড হ্যান্ডিক্র্যাফ্টস্ এর স্বত্ত্বাধিকারী নাহিদা সুলতানা। সভাপতিকে ফুল দিয়ে বরণ করে নেন বাংলাদেশ নারী সাংবাদিক সংস্থার চেয়ারম্যান, বঙ্গবন্ধু কালচারাল ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও বিশিষ্ট নারী সংগঠক বীথি মোস্তফা।
পরে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র ও ভাতা বিতরণ করা হয়।
Leave a Reply