নিজস্ব প্রতিবেদকঃ
তিনি নেত্রকোনা সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞানের প্রফেসর। নেত্রকোনা জেলায় শিক্ষক হিসেবে অনেক নামডাক রয়েছে। এছাড়াও সাহিত্য বিষয়ে অবদান রয়েছে যা অতুলনীয়। তিনি শিল্পকলা শিক্ষা ভাষা ও সাহিত্য ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য দি ইলেক্টোরাল কমিটি ফর খাজা ওসমান খাঁ সিলভার পেন অ্যাওয়ার্ড – ২০১৯ তৃতীয় স্থান অধিকার করেন। ২০১৯ সালের করোনাকালীন সময়ে অনুষ্ঠিত না হলেও অক্টোবর ২০১৯-২০২১ এর সনদ ও ক্রেস্ট প্রদানের আয়োজন করা হয়।
বিভিন্ন ক্ষেত্রে প্রশংসনীয় ও গৌরবোজ্জ্বল অবদানের জন্য ১৫ জন গুনী ব্যক্তি বিজয়ী হোন এবং সনদ ও ক্রেস্ট পান।তিনি তাদের মধ্যে ৩য় স্থান অধিকার লাভ করেন যা নেত্রকোনাবাসীর জন্য গর্ব ।
এছাড়াও এ অ্যাওয়ার্ড কমিটির সভাপতি প্রফেসর ইঞ্জিনিয়ার এম এ জিন্নাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ময়মনসিংহ সিটি করপোরেশনের প্যানেল মেয়র শামীমা খানম, শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজের অধ্যক্ষ ড. একেএম আব্দুর রফিক, শম্ভুগঞ্জ জিকেপি কলেজের নির্বাহী পরিচালক লায়ন ড. মো. সিরাজুল ইসলাম, সাপ্তাহিক রাজগৌরীপুরের উপদেষ্টা সম্পাদক আজম জহিরুল ইসলাম ও ক্রিয়েটিভ অ্যাসোসিয়েশনের সভাপতি শাহ আলম ভূঁইয়া।
২০১৯ সাল থেকে এসিক অ্যাসোসিয়েশন ও ক্রিয়েটিভ অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে ২ বছর পর পর এই পুরস্কার দেওয়া হয়।
Leave a Reply